রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইউক্রেনকে তুরস্ক ভারী মেশিনগান সরবরাহ করেছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আই। আর এই অস্ত্র বিক্রয়ের ফলে কিয়েভের প্রতি আঙ্কারার নিরব সমর্থনের ইঙ্গিত ফুটে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
অস্ত্র বিক্রয়ের সাথে পরিচিত দুটি বেনামি সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনকে ক্যানিক এম-টু মডেলের ভারী মেশিনগান সরবরাহ করেছে তুরস্ক। যেটি দেশটির বেসরকারী অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি “ক্যানিক” এর তৈরি। যেটি পদাতিক বাহিনীর পাশাপাশি সাঁজোয়া যানেও ব্যবহার করা যায়।
প্রতিবেদনের প্রথম সূত্র অনুযায়ী বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানিকের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেইন।
প্রতিবেদনের দ্বিতীয় সূত্র থেকে বলা হয়েছে, ৬০০ এরও বেশি ভারী মেশিনগান ইতিমধ্যে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা বাহিনীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এর পূর্বে তুরস্কের কাছে থাকা রাশিয়ার “এস-৪০০” প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তবে এই প্রস্তাব নাকোচ করে দেয় আঙ্কারা।
এক সময় “এস-৪০০” নিয়ে আমেরিকা তাদের দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল। তবে যুদ্ধ কৌশল হিসেবে ইউক্রেনকে চলমান রুশ হামলা মোকাবিলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কাজে লাগাতে চেয়েছিলেন জো বাইডেন। তবে রাশিয়ার নিজের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা তার বিরুদ্ধেই কতটা কার্যকর হবে বলে প্রশ্ন উঠেছিল তখন।
দ্বিতীয় সূত্র অনুযায়ী, “ধারণা করা হচ্ছে এই চুক্তিটি শুধু ৬০০ বন্দুক নয় বরং আরো বেশি হবে। আগামী মাসে আরও অস্ত্র পাঠানো হবে। আমরা জানি যে শুধুমাত্র মেশিনগান রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের অবস্থা পরিবর্তন করে দিতে সক্ষম নয়। কিন্তু এটা কি ফায়ার করতে সক্ষম ? হ্যা এটা তা করতে পারে। সুতরাং বলা যায় এটাই তাদের জন্য একটি বড় সাহায্য।”
সাম্প্রতিক সময়ে জন হামলা বৃদ্ধি করেছে রাশিয়ার সেনাবাহিনী। আর এম-টু-এফ মডেলটি ড্রোন ধ্বংস করার অন্যতম ভারী মেশিনগান হবে।
আঙ্কারা ভিত্তিক একজন অস্ত্র গবেষকের মতে, প্রতিটি ভারী বন্দুকের মূল্য ১৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। বর্তমান সরবরাহ অনুযায়ী যা প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য; গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে কিয়েভকে সশস্ত্র ড্রোন, লেজার-গাইডেড মিসাইল, ব্যক্তিগত সুরক্ষামূলক সামগ্রী ও সাঁজোয়া যান সরবরাহ করেছে।
অস্ত্র সরবরাহ করা সত্ত্বেও মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সফল হয়েছে আঙ্কারা। চলমান এই যুদ্ধে নিজেকে একটি মধ্যস্থতাকারী ও নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করেছে তুরস্ক।
সূত্র: মিডল ইস্ট আই