বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

প্রধানমন্ত্রীর মহানুভবতা বিএনপি টের পাচ্ছে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হলেও প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত করে বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটি বড় মহানুভবতা। প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন সেটি বোধহয় তারা টের পাচ্ছে (বিএনপি) না। তারা তখনি টের পাবে যখন বেগম জিয়াকে যে সাজা স্থগিত করে বাইরে থাকার সুযোগ দেওয়া হয়েছে সেটি বাতিল করা হলে।

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যেখানে বেগম খালেদা জিয়ার বাসার সামনে গেলেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। তিনি ১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন করেন কিংবা ২০০৪ সালে গ্রেনেড হামলা নিয়ে হাস্যরস করেছেন। তিনি যে এমন সহানুভূতি দেখাতেন না এটা স্পষ্ট। যদিও সেই গ্রেনেড হামলার জন্য তারাই ইন্ধন যুগিয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কারাগারে থাকার কথা। কিন্তু প্রধানমন্ত্রী তাকে সহানুভূতি দেখিয়ে তার সাজা স্থগিত করে বাইরে থেকেই চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন। বেগম জিয়ার তো বাইরে থাকার কথা নয়। বাইরে চিকিৎসারত অবস্থায় সেখানে তার পরিবারের অনেকেই দেখা করেন। এছাড়া আত্মীয়-স্বজন এমনকি দলীয় নেতারাও সাক্ষাৎ করেন। বেগম জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকলে জননেত্রী শেখ হাসিনাকে এ মহানুভবতা দেখাতেন না।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকতে দেওয়া হয়েছে, সে কারণে বিএনপি নেতাকর্মীদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো। মির্জা ফখরুল ইসলামেরও উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img