বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে আফগান সরকার : উজবেক গোয়েন্দা প্রধান

আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলে মন্তব্য করেছেন উজবেকিস্তানের গোয়েন্দা প্রধান আব্দুস সালাম আজিজভ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানী তাশখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে তিনি একথা বলেন।

উজবেক গোয়েন্দা প্রধান বলেন, আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সরকারকে আমাদের অবহেলা করা উচিত নয়। বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা। তাই তাদের সহায়তা প্রদান করা অপরিহার্য।

উল্লেখ্য, সম্প্রতি উজবেকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একটি ঘোষণা মধ্য এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও উজবেকিস্তানের মাঝে উত্তেজনা সৃষ্টি করে।

ঘোষণায় মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, “একটি চুক্তির অধীনে বর্তমানে উজবেকিস্তানে থাকা আফগানিস্তানে ব্যবহৃত মার্কিন হেলিকপ্টারগুলো উজবেকিস্তানকে হস্তান্তর করা হয়েছে। এগুলো এখন থেকে উজবেকিস্তানে থাকবে।”

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, “এই হেলিকপ্টারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ। এগুলো কখনোই আফগানদের ছিল না। তবে আফগান সেনাবাহিনীকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছিল।”

সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২১ সালে এসব হেলিকপ্টার ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছিল তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেছিলেন, “আমরা কখনোই উজবেকিস্তানকে এসব হেলিকপ্টার ব্যবহার করতে দিবো না।”

এসব হেলিকপ্টার ফিরিয়ে আনতে প্রতিশোধ মূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

ইমারাতে ইসলামিয়া সরকারের তথ্যমতে, ২০২১ সালে আমেরিকা ও ন্যাটো বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটলে দেশ ছেড়ে পালায় মার্কিন মদদপুষ্ট আশরাফ ঘানির সরকার ও প্রশাসনের লোকজন। এসময় উজবেকিস্তানে পালাতে ৪৬টি হেলিকপ্টার ব্যবহার করা হয়।

সূত্র: আরটিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img