রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

১২ বছর পর তুরস্ক সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট সিসি

দীর্ঘ ১২ বছর পর তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। আজ বুধবার তিনি আঙ্কারার উদ্দেশ্যে রওনা হবেন।

এই সফরে দেশ দুটি প্রায় ২০টি চুক্তি স্বাক্ষর করবে। ফলে উভয় দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার ছাড়াও জ্বালানি, প্রতিরক্ষা, পর্যটন, স্বাস্থ্য, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে কায়রো সফর করেছিলেন এরদোগান। এটি ছিল তার- গত ১২ বছরের মধ্যে প্রথম মিশর সফর। এই সফরে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে বেশ বড়সড় পদক্ষেপ নেওয়া হয় উভয় দেশের পক্ষ থেকে। এছাড়াও মিশরকে মনুষ্যবিহীন ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় আঙ্কারা।

উল্লেখ্য, ২০১৩ সালে মিশরের প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান আল সিসি। এতে কায়রো ও আঙ্কারার মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। মুরসি এরদোগানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ২০১২ সালে আংকারা সফর করেছিলেন মুরসি।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img