বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

যেকোনো সময়ের তুলনায় রাশিয়া এখন অধিক ঐক্যবদ্ধ: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নাগরিকরা যেকোনো সময়ের তুলনায় এখন সর্বোচ্চ ঐক্যবদ্ধ।

মঙ্গলবার (৪ জুলাই) সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) এর সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়াটে ওয়াগনার গ্রুপ শীর্ষ রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন রাশিয়া। এই সম্মেলনে উপস্থিত আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। বর্তমানে এর সদস্য সংখ্যা আট। এবারের এসসিও সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেখানে সদস্য দেশগুলোর নেতারা ভার্চুয়ালি বৈঠক করছেন। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল ভারত।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img