বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসরাইলের সাথে কি সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সৌদি আরব?

সৌদি আরব ও ইরানের পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য। যার দরুন সৌদি আরবকে শক্তিশালী চিনা ও রাশিয়ার জোট থেকে বের করে আনতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে দেশ দুটি। এ জন্য বার বার সামনে আসছে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামক চুক্তি। যে চুক্তির মাধ্যমে ইতিপূর্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কৌশলগত চুক্তি স্বাক্ষর করার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টার কথা ঘোষণা করেছেন।

এদিকে ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বেন শাবাত জানিয়েছেন, ইসরাইল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থ জড়িত রয়েছে। যার মাধ্যমে শক্তিশালী চিন-রাশিয়া ও ইরানীয় জোট থেকে সৌদি আরবকে দূরে রাখা হবে। ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’ অর্জনে এ বিষয়টি যথেষ্ট সাহায্য করবে।

বেন শাবাত বলেন, শুধু তাই নয়, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে সৌদি আরব একটি আন্তর্জাতিক লজিস্টিক কেন্দ্রে পরিণত হবে যা ইউরোপ আফ্রিকা ও এশিয়াকে সংযুক্ত করার পাশাপাশি বিশ্ব বাণিজ্যে এক নতুন বিপ্লব ঘটাবে।

তবে তিনি দাবি করেছেন, “তেল আবিব ও রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের আচরণের উপর নির্ভর করে না।”

কিন্তু সৌদি আরব বারবার এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে। সৌদি আরবের মতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না দেশটির কর্তৃপক্ষ।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিংকেন জানিয়েছেন, “সৌদি- ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রাতারাতি এটি অর্জন করা সম্ভব নয়।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img