বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) ঢাকা বিভাগের সম্মানিত সদর মাওলানা খলিলুর রহমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
রবিবার (০৩ মে) দিবাগত রাতে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, মাওলানা খলিলুর রহমান বাংলাদেশে বিশুদ্ধ ধারার তাসাওউফ চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তিনি ইসলামী বিপ্লবেরও একজন নিরলস দায়িত্বশীল ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় সদরের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা ইসলামের একজন একনিষ্ঠ খাদেম কে হারিয়েছি।
এম. হাছিবুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান প্রভুর দরবারে জান্নাতুল ফেরদাউসের উচু মাকাম কামনা করেন।