মঙ্গলবার, মে ১৪, ২০২৪

প্রকাশিত হলো বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল; পাসের হার ৭৬.৩২

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, গড় পাসের হার ৭৬.৩২ শতাংশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ৩টায় বেফাক মিলনায়তনে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ৩,০৭,৮০৬ জন। এতে অংশগ্রহণকারী (পুরুষ) পরীক্ষার্থী ৯৪,০৪৬ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,৭৮,৬৬২ জন, হিফযুল কুরআন (পুরুষ) অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩২.১৮৩ জন, অংশগ্রহণকারী (মহিলা) পরীক্ষার্থী ১৩৭৯ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৫৩৬ জন।

পরীক্ষায় গড় পাসের হার ৭৬.৩২ শতাংশ। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৪৭,১৫৯ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছে ৪৮,২৩৮ জন এবং জায়্যিদ (২য় বিভাগ) পেয়েছে ৫১,৫২৬ জন। এছাড়া, মাকবুল (৩য় বিভাগ) পেয়েছে ৮৭,৯৯৩ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img