ফিলিস্তিনের নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠন ‘ইসলামী জিহাদ’ জানিয়েছে আমাদের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নয় বরং দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামই হচ্ছে মূল উদ্দেশ্য।
সম্পতি ইসলামী জিহাদ এর মহাসচিব জিয়াদ আন নাখালা নির্বাচনকে সামনে রেখে এ কথা বলেছেন।
তিনি বলেন, দখলদার ইসরাইলের উপস্থিতিতে নির্বাচন মানে আগ্রাসীর অস্তিত্বের সঙ্গে এক ধরণের সহাবস্থান।
তিনি আরও বলেন, দখলদার ইসরাইল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র। একে কোনোভাবেই গ্রহণযোগ্য করে তোলা যাবে না।
জিয়াদ আন নাখালা বলেন, ইহুদিবাদীরা এখনও ফিলিস্তিনিদের জমি ও ঘরবাড়ি দখলের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিদেরকে নিয়মিত গ্রেপ্তার ও হত্যা করছে। তাদের বিরুদ্ধে জিহাদের কোনো বিকল্প নেই।
জিয়াদ আন নাখালা আরও বলেন, দখলদারদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে ফিলিস্তিনিদের বিশ্বাসের অংশ। কিন্তু দুঃখজনকভাবে কিছু দেশ আমাদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও জাতির চিহ্নিত শত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ওঠবস করতে শুরু করেছে। এ অবস্থায় ফিলিস্তিনিদেরকে ঐক্যবদ্ধভাবে সম্পর্ক স্বাভাবিক করার এই প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে। নির্বাচন ইস্যুতে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টির সময় এখন নয়।