খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শফিক উদ্দীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
রবিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা শফিক উদ্দীন খেলাফত ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন।
চরমোনাই পীর বলেন, তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন। মহান রাব্বুল আলামিন মরহুমের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।