তুরস্কে গিয়ে পৌঁছলেন সিরিয়া বিপ্লবের নায়ক ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ শর’আ (আবু মুহাম্মদ আল-জুলানী)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের আমন্ত্রণে দেশটিতে সফরে যান তিনি।
আঙ্কারা গিয়ে পৌঁছলে তাকে প্রেসিডেন্ট মর্যাদায় তুরস্কের রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। এসময় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেন।
এরদোগানের সাথে সিরিয়া বিপ্লবের এই নায়ক ও অন্তর্বর্তী প্রেসিডেন্টের একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন ও রাষ্ট্রপতি ভবনে রাতের নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।
অপরদিকে তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান আহমদ শর’আর স্ত্রীকে পৃথকভাবে রাষ্ট্রপতি ভবনে গ্রহণ করে নেন। তার সাথে আলাপচারিতা করেন।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে সৌদিতে প্রথম বিদেশ সফর করেন আহমদ শর’আ। বৈঠক ইত্যাদির পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননায় উমরা ও পবিত্র কা’বার জিয়ারত করেন।
উল্লেখ্য, আহমদ শর’আ বা আবু মুহাম্মদ জুলানী হলেন সিরিয়ার ঐক্যের প্রতীক। ত্যাগ ও নেতৃত্বগুণে জনগণকে সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক সাবেক প্রেসিডেন্ট বাশার ও সিরিয়ায় ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। বিচ্ছিন্ন সশস্ত্র দল ও বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করতে গঠন করেছিলেন হাইআতু তাহরিরিশ শাম বা এইচটিএসের মতো সংস্থা।
তার জন্ম সৌদির রাজধানী রিয়াদে, ১৯৮২ সনে। তার পিতা হলেন হুসাইন আলী শর’আ। যিনি একাধারে একজন অর্থনীতিবিদ, ইঞ্জিনিয়ার, গবেষক ও বুদ্ধিজীবী ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত ১০ বছর সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ও অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছিলেন তিনি। তার পিতার আদি নিবাস, সিরিয়ার গোলান মালভূমির ফাইক শহরে। যা ১৯৬৭-র আরব-ইসরাইল যুদ্ধের সময় থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলে।
সূত্র: আনাদোলু