বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

তুরস্কে এরদোগানের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট জুলানী বৈঠক করেছেন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মুহাম্মাদ আল-জুলানী (আহমেদ আল-শারা)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা এই বিপ্লবী নেতা দ্বিতীয়বারের বিদেশ সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন তারা।

বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের সরকারি একটি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট।

সোমবার এরদোয়ানের যোগাযোগবিষয়ক প্রধান ফাহরেতিন আলতুন বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা এবং সুরক্ষার জন্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান।

সূত্র: এএফপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img