উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি না দেওয়ার প্রতিবাদে কারাফটকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের বিক্ষোভ ও মানববন্ধনের পর মাওলানা মুহিবুল্লাহ নামে এক কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস জানান, ভোলা জেলার একটি মাদরাসার শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ ২০২৩ সালের ২৩ মার্চ বিলাইছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হন। ওই মামলায় গত ৩০ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এছাড়া, তার বিরুদ্ধে ডেমরা থানা ও বিলাইছড়ি থানায় আরও দুটি মামলা ছিল, যেগুলোতে তিনি আগেই জামিন পেয়েছিলেন।
তিনি জানান, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর চারদিন আগে জামিনের কাগজপত্র কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছালেও কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি। একাধিকবার যোগাযোগ করা হলেও মুক্তি না দেওয়ায় বাধ্য হয়ে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে কারাগারের মূল ফটকের সামনেই আন্দোলনের নেতাকর্মীরা নামাজ আদায় করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির জয়েন সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন বলেন, “জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পরও ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা আইনসঙ্গত নয়। আমাদের আন্দোলনের মুখে বিকেল পৌনে ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নির্ধারিত নিয়মের মধ্যেই কাজ করতে হয়। জামিনের কাগজ পাওয়ার পর তা যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
কারাফটকে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জয়েন সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, মুফতী আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আলামীন সাকী, মাওলানা ইউসুফ প্রমুখ।