বন্দী বিনিময় সম্পন্নের পর গাজ্জার গণহত্যা পরিচালনা করা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কি ধরণের নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিয়ে উদ্বিগ্ন তুরস্ক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগের কথা জানান।
তিনি বলেন, দোহায় গত রবিবার হামাসের রাজনৈতিক শাখার সদস্যদের সাথে আমাদের একটি বৈঠক ছিলো। আমরা দেখেছি তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নে তারা কোনো কমতি রাখছে না। সামনে মেনে চলতেও তাদের কোনও সমস্যা নেই। কিন্তু বিশ্বজুড়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, ইসরাইলের সকল বন্দী মুক্ত হয়ে যাওয়ার পর নেতানিয়াহুর সন্ত্রাসবাদী সরকার কি আচরণ করবে?
তিনি আরও বলেন, আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, তাদের মতো তুরস্কও এক্ষেত্রে উদ্বিগ্ন। তাই বিশ্ববাসীর পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহবান, রাজনৈতিক ফায়দার জন্য নেতানিয়াহু ও তার সরকার যেনো পুনরায় গণহত্যা শুরু করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া। ইসরাইলকে পুনরায় গণহত্যা শুরু করা থেকে বিরত রাখা।
এছাড়া তিনি ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে প্রত্যাবাসনের লক্ষ্যে নিজ মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবনার তুমুল বিরোধিতা করেন। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে স্থানান্তরিত করার যেকোনো প্রচেষ্টা সহ্য করা হবে না বলেও জানিয়ে দেন।
অপরদিকে আরব দেশগুলোও ট্রাম্পের এই প্রস্তাবনার তুমুল বিরোধিতা করে বিবৃতি দেয়। তারাও জানায় যে, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে স্থানান্তরিত করার যেকোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
সূত্র: মিডল ইস্ট মনিটর