ফিলিস্তিনের পশ্চিমতীরে তুলকারম ও অন্যান্য স্থানে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এসময় এক স্বাধীনতাকামীর জবাবি হামলায় হামলা করতে আসা ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও আটকজন আহত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিমতীরের জর্ডান ভ্যালির তায়াসির শহরে এ ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, গাজ্জা উপত্যকার জেনিন, তুলকারম ও অন্যান্য স্থানে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। এরই মধ্যে তায়াসিরের একটি বাঙ্কার থেকে বেরিয়ে এসে একজন স্বাধীনতাকামী প্রথমে একটি সৈন্যকে গুলি চালায়। এরপর তিনি অন্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তার হাতে এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল ছিল।
সূত্র : রয়টার্স