বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মহান মুক্তিযুদ্ধ বৈষম্যের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল: জি.এম. কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টিতে যোগ দিলে তাকে অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান গোলাম মুহাম্মাদ কাদের-এর হাতে ফুল দিয়ে মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টিতে যোগ দেন।

তাকে স্বাগত জানিয়ে জি.এম.কাদের আরও বলেন, শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। দুর্নীতি আর দলীয়করণ বন্ধ হলে বৈষম্য থাকবে না। অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। জাতীয় পার্টির দরজা সবার জন্য উন্মুক্ত। জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img