অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগেই গাজা উপত্যকার ওপর চাপানো ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সংগঠনটির উচ্চপদস্থ এক কর্মকর্তা এই দাবি জানান।
হামাসের পলিট্যিকাল ব্যুরোর সদস্য খলিল আল-হায়া সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাথে সাথে ওই অঞ্চলের হাজার হাজার সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা বেতন পরিশোধ ও ইহুদিবাদী ইসরাইলি হামলায় নিহত-আহতদের পরিবারকে দেওয়া ভর্তুকি আবার চালু করার আহ্বান জানান।
ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের শাসনে থাকা গাজা উপত্যকার ওপর ২০১৭ সালে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।
খলিল আল-হায়া বলেন, এটি সাধারণ মানুষের দাবি। সময় হয়েছে এখন নিষেধাজ্ঞা শেষ করার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ফাতাহের ভাইদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার।
দুই রাজনৈতিক দলের মধ্যে যৌক্তিক ঐক্যমতের আহ্বান জানিয়ে হামাসের উচ্চপদস্থ এই নেতা বলেন, আমাদের রাজনৈতিক ভিত্তি শত্রু চিহ্নিত করা ও তার সাথে মোকাবেলার পন্থা থেকেই শুরু হবে। আমরা যদি রাজনৈতিক কর্মসূচির নূন্যতম মাত্রায় একমত হতে পারি, তবে এটি বৃহত্তর এক ঐক্যের দরজা খুলে দেবে।
আল-হায়া বলেন, হামাস নির্বাচনের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলছে এবং ৭ ফেব্রুয়ারি কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর