শুক্রবার, জুন ১৩, ২০২৫

বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি আছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

spot_imgspot_img

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশের কোথায় দুর্নীতি হয় না। এখন সব জায়গায় দুর্নীতি আছে। দুর্নীতি হল একধরণের সামাজিক ব্যাধী।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় গড়াই নদী খনন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি সাংবাদিকদের সমালোচনা করে বলেন, আপনারা যদি কাজ শুরুর আগেই সব জায়গায় দুর্নীতি খুঁজে বেড়ান তাহলে কি করে চলবে?
আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে আমার দুর্নীতি নির্মূল করতে পারব।

তিনি বলেন, গড়াই নদী খনন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজে স্বচ্ছ নিশ্চিত করতে আমি নিজে একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারও সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img