ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ‘বিশেষ করে লেবাননের’ সাথে উত্তেজনা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজের সাথে এক ফোনালাপে এবিষয়ে এসব কথা বলেন তিনি।
প্রসঙ্গত, উভয়ের এই ফোনালাপটি দক্ষিণ বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরীকে হত্যার পরপরই হয়েছে।
ফোনালাপে ম্যাক্রো বলেন, “এই অঞ্চলে বর্তমান সময়ে উত্তেজনাপূর্ণ মনোভাব এড়িয়ে চলা অপরিহার্য বিষয়, বিশেষ করে লেবাননের ক্ষেত্রে।”
তিনি আরো বলেন, “অত্র অঞ্চলের সমস্ত রাষ্ট্রপ্রধানের কাছেও উত্তেজনাপূর্ণ মনোভাব এড়িয়ে চলার বার্তা প্রদান করে যাবে ফ্রান্স, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে এ বিষয়ে।”
এছাড়াও সমস্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতায় তেল আবিব ও হামাসের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট। সেই সঙ্গে গাজ্জায় সীমাহীন হত্যাকান্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অবরুদ্ধ ছিট মহলে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি বলেও জানান ম্যাক্রো।
উল্লেখ্য, আরুরীকে শহীদ করার পর ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, ‘এটি লেবাননের উপর বিপজ্জনক আক্রমণ’ ও এর সাথে জড়িতরা কঠোর শাস্তি পাবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর