সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের দুই জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে কীভাবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।
শনিবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় সিরিয়ায় বাসার আল আসাদের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসি’র দুই সেনা নিহত হয়েছে। তারা হলেন, মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে, শনিবার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানীর কাছাকাছি একটি এলাকায় হামলা চালায়। এই হামলায় ইরানের দুই সদস্য নিহত হন। ওই দুই সেনা সিরিয়ায় ‘সামরিক উপদেষ্টা’ হিসেবে কাজ করছিলেন। এ ঘটনায় সম্পদেরও ক্ষতি হয়েছে।