শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না : জাবিহুল্লাহ মুজাহিদ

নারীদের অধিকার রক্ষায় নতুন আইন জারি করা হয়েছে বলে উল্লেখ করে আফগান সরকারের তথ্য উপমন্ত্রী মুখপাত্র জবিউল্লাহ মুহাজিদ বলেছেন, নারীদেরকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না। কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে বৈধ হবে না।

শুক্রবার (৩ ডিসেম্বর) নারী অধিকারের বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেন জাবিহুল্লাহ মুজাহিদ।

আফগান সরকারের জারিকৃত আইনে নারীদের বিয়ে ও সম্পদের বিষয়ে আলোচনা করা হয়েছে। এ আইনে প্রত্যেক নারীকে সম্পদের উপর শরীয়া ভিত্তিক অধিকার দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিয়ের সময় তাদের সম্মতি অবশ্যই নিতে হবে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে বৈধ হবে না। নারীরা সম্পদের অধিকার পাবে। এমনকি বিধবারা তাদের মৃত স্বামীর সম্পদে একটি নির্দিষ্ট অংশ পাবে।

সূত্র : রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img