নিরাপদ সড়কের ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরের দিকে কর্মসূচি শেষ করার আগে তারা এ ঘোষণা দেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) ছুটির দিনেও রাজধানীর রামপুরায় সড়কে বিক্ষোভ করেছেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়ক ও সারা দেশে সকল শিক্ষার্থীর জন্য হাফ ভাড়া কার্যকরসহ ১১টি দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল এইচএসসি পরীক্ষার জন্য দুপুর ১২টা থেকে সড়কে নামবেন বলে জানিয়েছেন।
এর আগে, আজ সকাল ১১টার পর রামপুরা ব্রিজের পাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।