বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গাজ্জা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করলেন কাতারের আমির

অবরুদ্ধ গাজ্জা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন কমানোর জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

ফোনালাপে, গাজ্জার প্রকৃত অবস্থা, দখলকৃত পশ্চিম তীর ও লেবাননে ইহুদিবাদী আগ্রাসন হ্রাস করা ও স্থায়ী যুদ্ধ বিরতির জন্য কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের পক্ষ থেকে এ ফোন কল করা হয়। কাতারের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।

ফোনালাপে, কাতার ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা।

উল্লেখ্য, গত এক বছর ধরে গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাবের কারণে যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img