শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মিশর-কাতারের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

মিশর ও কাতারের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশ্‌ক। তিনি বলেছেন, সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বিভ্রান্তিকর এবং এই উদ্যোগের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কোনো ব্যবস্থা নেই।

শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে মিশর ও কাতারের এ সময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করে হামাস।

আল-রিশ্‌ক বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হামলা স্থায়ীভাবে বন্ধ, দখলদার সেনাদের প্রত্যাহার এবং বাস্তুচ্যুত লোকজনকে তাদের ঘরবাড়িতে ফেরার সুযোগ দেয়ার ব্যাপারে হামাস যে শর্ত দিয়েছে তার কোনটি এই যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যে নেই। হামাস এই বিষয়গুলোকে অপরিহার্য বলে মনে করে।

তিনি বলেন, যে প্রস্তাবে ইসরাইলি আগ্রাসনের অবসান এবং গাজ্জা থেকে দখলদার সেনাদের প্রত্যাহারের নিশ্চয়তা দেয়া হবে সেই উদ্যোগে আমরা ইতিবাচকভাবে সাড়া দেব।

তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণাঙ্গ ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির বিষয়টিতে বাধা দিচ্ছেন এ কারণে যে, তিনি আরো সময়ক্ষেপণ করতে চান এবং আলোচনার আড়ালে গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে চান।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img