ফিলিস্তিনের পশ্চিমতীর অঞ্চলের জেনিন শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর স্থল হামলায় শহীদ হয়েছেন আরও ১৩ জন ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) পশ্চিমতীরে এই হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার জেনিন শহরে এবং শহরের একটি শরণার্থী শিবিরে সারা রাত অভিযান চালিয়েছে ইসরায়েলের স্থল বাহিনীর সেনারা। এতে শরণার্থী শিবিরে ৯ জন এবং জেনিন শহরে ৪ জন শহীদ হয়েছেন।
শহরে শহীদ ফিলিস্তিনিদের পরিচয় ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু শিবিরে যাদের হত্যা করা হয়েছে— তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শহরে শহীদ ফিলিস্তিনিরা হলেন, সুলেইমান স্তেতি (৩১), মোস্তফা না’নিয়া (২৬), ওয়াসিম জাওদ (২২), মোতাজ আবু আল-নাদা (২৬) এবং ইয়ামিন জারার (১৭)।
জেনিনের শরণার্থ শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলা সংক্রান্ত দু’টি ভিডিও ফুটেজ ফিলিস্তিন ও ইসরাইলের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। একটিতে দেখা গেছে রাতের বেলায় ইসরাইলী বাহিনীর বেশ কয়েকটি জিপ ক্যাম্পে প্রবেশ করছে, সেখানে গুলির শব্দ হচ্চে এবং মাটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ।
সূত্র : সিএনএন