বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিমান্ড শেষে কারাগারে ইশরাকের ভাই ইশফাক

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।

শুক্রবার (৩ নভেম্বর) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল-ফারাবী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। এ ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা ৫৫(১০)২৩ দায়ের করা হয়। পরের ২৯ অক্টোবর দিন ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তার ভাই ইশফাক হোসেনকে আটক করে ডিবি পুলিশ।এছাড়া অপর আসামিদের গ্রেফতানি করে পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img