বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মার্কিন প্রতিনিধি পরিষদে দখলদার ইসরাইলের জন্য সহায়তা বিল পাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান আগ্রাসনের মধ্যেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দখলদার ইসরাইলের জন্য ১৪.৩ বিলিয়ন বা ১৪৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পাস হওয়া এই বিলে ইউক্রেনের জন্য তহবিল অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি। তবে এটি উচ্চকক্ষ সিনেটে পাস হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরাইলের জন্য ১ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বিল পাস হয়েছে। তবে এটি সিনেটে পাস হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে হওয়া ভোটাভুটিতে বিলটির পক্ষে ২২৬টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৯৬টি ভোট। ১২ জন ডেমোক্র্যাট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন। তবে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন দুই জন রিপাবলিকান সদস্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img