ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে এক রাতে ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই বর্বর ও অমানবিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের বেতার সংবাদমাধ্যম ভয়েস অব প্যালেস্টাইন জানায়, বুধবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ইসরাইলি স্থল বাহিনীর অভিযান। গাজ্জার খান ইউনিস ও তার আশপাশের এলাকায় ৪০ জন কে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করার পর উপত্যকার প্রধান শহর গাজ্জা সিটির দিকে অগ্রসর হয় ইসরাইলি সেনারা। সেখানে তাদের অভিযানে নিহত হয় আরও ২২ জন।
এছাড়াও ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির নুসেইরাতের একটি স্কুলে বুধবার রাতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। সেই হামলায় ৩ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী এবং আহত হয় ১৫ জন। ইসরাইলি বাহিনীর দাবি অনুযায়ী, নুসেইরাতের এই স্কুলটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করাছিল হামাস।
সূত্র : রয়টার্স