ইসরাইলে ইরানের মিসাইল হামলার নিন্দা জানায়নি বলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (২ অক্টোবর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ এই ঘোষণা দিয়েছেনে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মঙ্গলবার ইরান ইসরাইলে যে হামলা চালিয়েছে সেটির পর্যাপ্ত নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ইসরাইলে প্রবেশ করতে পারবেন না।
তিনি বলেন, গুতেরেস একজন ইসরাইল বিদ্বেষী, তিনি সন্ত্রাসী, ধর্ষক এবং হত্যাকারীদের সমর্থন করেন। গুতেরসকে আগামী কয়েক প্রজন্ম জাতিসংঘের কলঙ্ক হিসেবে মনে রাখবে।