জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে আমেরিকা সফর এবং রাণী দ্বিতীয় এলিজাবেথ এর শেষকৃত্যে যোগদান উপলক্ষে লন্ডন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় রবিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে আমেরিকার ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন প্রধানমন্ত্রী। লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
ওয়াশিংটন ডিসি থেকে আওয়ামী লীগ নেতা শিব্বির আহমেদ জানান, প্রধানমন্ত্রীকে বিদায় অভ্যর্থনা জানাতে ওয়াশিংটনে জড়ো হওয়া নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকি, আজম আজাদ, সাদেক খান, নুরল আমিন নুরু, জিআই রাসেল, শিব্বির আহমেদ, জেবা বানু, যুবলীগের সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আবুল হোসেন প্রমুখ।
সূত্র: বাসস