দেশর কওমী মাদরাসারগুলোর সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন মাওলানা মাহফুজুল হক।
আজ অনুষ্ঠিত আমেলার বৈঠকে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আল্লামা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহমুদুল হাসান, আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, মাওলানা আব্দুল হক, ঢালকানগরের মাওলানা জাফর আহমদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীপ্রমূখ।