শনিবার, অক্টোবর ৫, ২০২৪

কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতের প্রয়াত আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

শেখ সাবাহর মৃত্যুতে শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন ড. মোমেন।

তিনি উল্লেখ করেন, কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

তিনি বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এ আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img