বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ’র ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলা শাখা আয়োজিত “ইসলামী ছাত্রসমাজের আদর্শিক অভিযাত্রার ৫৫ বছর” শীর্ষক আলোচন সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের এক হোটলের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ বলেন, ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নে ইসলামী ছাত্রসমাজ আদর্শিক অভিযাত্রার ৫৫ বছর পূর্ণ করেছে। ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠন ছাত্রজনতাকে তাকওয়া ও ইসলামী জ্ঞান-প্রজ্ঞার আলোকে রাষ্ট্রচিন্তার সবক দিয়ে যাচ্ছে। এ সংগ্রামী কাফেলার অবদানে গড়ে উঠেছে ইসলামের অনেক নির্ভীক সিপাহসালার, একনিষ্ঠ দাঈ, বিজ্ঞ রাজনীতিবিদ, সুবক্তা, প্রাজ্ঞ লেখক, সত্যনিষ্ঠ সাংবাদিক ও দক্ষ সংগঠক। সফলতার এই ধারা অব্যাহত রাখতে ইসলামী ছাত্রসমাজ নেতাকর্মীদের তাকওয়া, নিষ্ঠা, আদর্শিক জ্ঞান-প্রজ্ঞা ও দক্ষতার সাথে ধারাবাহিক কর্মপ্রয়াস চালিয়ে যেতে হবে।
নবীন-প্রবীণ, সাবেক-বর্তমান নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, প্রখ্যাত বুযুর্গানেদ্বীনের হাতে ১৯৬৯ সালের ৩ সেপ্টেম্বর ইসলামী ছাত্রসমাজের ঐতিহাসিক বুনিয়াদ স্থাপিত হয়। তাগুতি শক্তির মোকাবিলা এবং ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামসহ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ছাত্রসমাজের বলিষ্ঠ অংশগ্রহন ও সাহসী ভূমিকা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। ইসলামী আদর্শের আলোকে সুনাগরিক গড়ার অবারিত কর্মতৎপরতার মধ্যদিয়ে রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।
জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, ইসলামী ছাত্রসমসাজ কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা নেজামে ইসলাম পার্টিব নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সদ্য কারামুক্ত জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী।
প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
বিশেষ আলোচক ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় অর্থ সচিব হাফেজ শওকত আলী, জেলা নেজামে ইসলাম পার্টির যুব বিষয়ক সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, ইসলামী ছাত্রসমসজের সাবেক জেলা সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল হামিদ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ, তরুণ কবি শফিকুল ইসলাম, কক্সবাজার পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুর রহমান।
জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, হাফেজ জাহেদুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন, ঝিলংজা শাখার তারেকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসাইন, কক্সবাজার কলেজ বিভাগের মীম খুবাইব, মুহাম্মদ নবী হোসাইন, রামু উপজেলা শাখার মোহাম্মদ আলম, হাফেজ দেলোয়ার হোসাইন, পৌর শাখার আরিফ আল মাহমুদ, সিরাজুল হক, ছাত্রনেতা কামরুল হাসান, ইমরান ফয়েজী, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
শেষে সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দ ও মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়