রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করে দিয়েছে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটির ফেডারেল কোর্ট তাদেরকে অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিলেন। শিগগিরই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টম্বর) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করছেন।

উল্লেখ, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img