শনিবার | ৫ জুলাই | ২০২৫

দেশে নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত

spot_imgspot_img

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ‍এ নিয়ে সারা দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৭৬৮ জনে।

সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩১২টি নমুনাই পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০৩ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৩৩২ জন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img