জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত জসীম উদ্দিন মজুমদার সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন বলেও জানান সৈয়দ এ মুমেন।