ভারতের কাশ্মীরের হান্দওয়াড়ায় বিদ্রোহীদের সাথে এক এনকাউন্টারে একজন কর্নেল ও একজন মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় বিপক্ষের দুইজনও নিহত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
খবরে প্রকাশ, শনিবার থেকেই উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলে স্বাধীনতাকামীদের সাথে লড়াইয়ে তারা নিহত হোন।
সূত্র : এনডিটিভি