বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

আগামীকাল প্রকাশিত হবে বেফাকের ফলাফল; যেভাবে দেখবেন

আগামীকাল প্রকাশিত হবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

বুধবার (৩ এপ্রিল) অফিসিয়াল এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বেফাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট
www.wifaqedu.com এই ঠিকানায় প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদারা, বি, দ্বীনি ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখতে ইলহাকের পরে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখতে হবে।

যেভাবে ফলাফল দেখবেন :

ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে wifaqedu.com সাইটে প্রবেশ করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে wifaqedu.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img