শুক্রবার, মে ১০, ২০২৪

সিরিয়া ইস্যুতে আজ বৈঠকে বসতে যাচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান

রাশিয়ার রাজধানী মস্কোয় সিরিয়া ইস্যুতে চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

তুরস্ক, রাশিয়া, ইরান ও সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মাঝে ৩-৪ এপ্রিল দু’দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া, শরণার্থী সমস্যা, ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা বৃদ্ধি ও লিবিয়া সহ আরো অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

এছাড়াও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুশওগলু সম্প্রতি নিউইয়র্ক সফরকালে পররাষ্ট্র ইস্যু নিয়ে আলোচনা করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ৬ ফেব্রুয়ারিতে জোড়া আঘাত হানা ভূমিকম্পের ফলে সমবেদনা জানাতে ৬-৭ এপ্রিল তুরস্ক সফরে আসবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

উক্ত সফরকে রাশিয়ার সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার দারুণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img