রবিবার, মে ১২, ২০২৪

তুরস্ক ও সিরিয়ায় প্রায় ১০ হাজার টন মানবিক সহায়তা পাঠালো আরব আমিরাত

তুরস্ক ও সিরিয়ায় প্রায় ১০ হাজার টন মানবিক সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রবিবার (২এপ্রিল) টুইটারে মানবিক সহায়তা প্রেরণের একটি বিবৃতি দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ২৪০ টি কার্গো বিমান ও ২টি জাহাজে করে ৯৯৪০ টনেরও বেশি পরিমাণ মানবিক সহায়তা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তুরস্ক ও সিরিয়ায় পাঠানো হয়েছে।

জানা যায়, ৯ হাজার ৯ শত ৪০ টনেরও বেশি মানবিক সহায়তার মধ্যে ২ হাজার ২ শত টন প্রেরণ করা হয় সিরিয়ার উদ্দেশ্যে যা দুই ধাপে সিরিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য; সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। বিধ্বস্ত হয় দেশ দু’টির হাজার হাজার বাড়িঘর।

আনুষ্ঠানিক হিসাব অনুসারে উক্ত ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি তুর্কীয়ে নাগরিক ও সিরিয়ার প্রায় ৬ হাজার লোকের মৃত্যু হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img