শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আমি আওয়ামী লীগ করি না, বঙ্গবন্ধু ও হাসিনার দল করি: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বলেছেন, আমি আওয়ামী লীগ করি না, বঙ্গবন্ধু ও হাসিনার দল করি। আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক আছে, যোগাযোগ
আছে। নেত্রী আমাকে শান্ত থাকতে বলেছেন, তাই শান্ত আছি। তা না হলে আমি কি রবীন্দ্র সংগীত গাইতাম? আমার কি জয়নাল হাজারী নাই, আমার কি আর কেউ নেই যে আমাকে অস্ত্রের ভয় দেখায়?

শনিবার (৩ এপ্রিল) বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না। ওরা (প্রতিপক্ষ) অস্ত্র নিয়ে আসলে, অস্ত্র কি আর কারও কাছে নেই? আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি বঙ্গবন্ধুর দল করি, শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক আছে।

ইতোমধ্যে শেখ হাসিনার সঙ্গে আমার তিনবার কথা হয়েছে। উপরে আল্লাহ আছে আমি মিথ্যা কথা বলতে পারব না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img