গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে তালেবানের সাথে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ১ মে’র মধ্যে দেশটি থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা রয়েছে। তবে এক মাসেরও কম সময় হাতে থাকলেও আফগান থেকে সেনা প্রত্যাহার নিয়ে গড়িমসি করছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এর প্রশাসন।
জানা গেছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন জো বাইডেন। আফগানিস্তানে এখনো অবস্থান করছে আড়াই হাজার মার্কিন সেনা। কিন্তু চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বাইডেন প্রশাসন।
উল্লেখ্য, গত বছরের ২৯ ফেব্রুয়ারি আফগান তালেবানের সাথে আমেরিকা একটি চুক্তি সই করে যার আওতায় আফগানিস্তান থেকে ১২ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দেয়। বর্তমানে এখনো আফগানিস্তানে আড়াই হাজার মার্কিন সেনা দখলদারিত্ব বজায় রাখছে।
আমেরিকার জন্য আফগানিস্তান ছিল তার সবচেয়ে বেশি দিন স্থায়ী সঙ্ঘাত। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, তাদের ২,৪০০-এর বেশি সৈন্যকে হারিয়েছে। ২০ বছর কেটে গেছে। কিন্তু এখনো তালেবান তাদের লড়াই চালিয়ে যাচ্ছে।
তবে তালেবানের সাথে আমেরিকার স্বাক্ষরিত চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করেনি পেন্টাগন।
সেনা প্রত্যাহারে গড়িমসি করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, পয়লা মে সময় সীমার মধ্যে আমেরিকার সৈন্য প্রত্যাহার সম্ভব না ও হতে পারে।
এদিকে চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে তালেবান। তারা বলছে, চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ‘ভয়াবহ যুদ্ধ’ এবং ‘সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার’ ঘটবে।