সামরিক অভ্যুত্থানের কয়েকদিন আগে মিয়ানমারকে দেওয়া আর্থিক সহায়তার ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএমএফ। গত সপ্তাহে মিয়ানমারকে ২৫ কোটি ডলার নগদ অর্থ হস্তান্তর করে সংস্থাটি।
ক্ষমতাসীন সামরিক জান্তা কোন খাতে এই অর্থ ব্যয় করবে এবং মিয়ানমারের অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। কেননা ক্ষমতায় এসেই মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সরিয়ে সেই পদে নতুন একজনকে নিয়োগ দিয়েছে সামরিক জান্তা। কেন্দ্রীয় তহবিলের যথার্থ ব্যবহার নিশ্চিতে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করবে কি-না তা নিয়েও শঙ্কিত সংস্থাটি।