অং সান সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের দায়ে মিয়ানমারের রাজধানীর একটি থানায় অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটকে রাখার জন্য বলা হয়েছে দেশটির পুলিশের পক্ষ থেকে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রকাশিত এক নথির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি থানা থেকে প্রাপ্ত নথিতে বলা হয়েছে, সু চির বাসভবন অনুসন্ধান করে সামরিক অফিসাররা কয়েকটি রেডিও খুঁজে পেয়েছেন। এগুলো অবৈধভাবে আমদানি করা হয়েছিল। আর বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছিল।
পুলিশ দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। তার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।