শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

তেহরান ও দিল্লির মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে: ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নয়াদিল্লির সঙ্গে তেহরানের চমৎকার সম্পর্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত ও ইরান এশিয়া মহাদেশের দু’টি গুরুত্বপূর্ণ দেশ এবং বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে ধারাবাহিক সুসম্পর্ক বহাল রয়েছে। ভারত মহাসাগর দিয়ে মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক আরো শক্তিশালী হওয়া প্রয়োজন।

ভারত সফরে ইরানের এই নেতা ভারতের প্রতিরক্ষামন্ত্রীসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img