স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে সাড়ে তিন বছরের জেল দেওয়া হয়েছে রাশিয়ায় পুতিন-বিরোধী রাজনীতিক আলেক্সেই নাভালনিকে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেন।
জানা গেছে, এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ, যা এ সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে।
গত মাসে রাশিয়ায় পা রাখার পর থেকেই কারাবন্দি ছিলেন রাশিয়ার এ বিরোধী দলীয় নেতা।
নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেই আটক হন নাভালনি।
সম্প্রতি এক বিবৃতি জারি করে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, ২০১৪ সালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল নাভালনিকে। তবে আদালত তিন বছর সাজা দিলেও কারাগারে দিন কাটাতে হয়নি তাকে। কারণ দোষী সাব্যস্ত হলেও নাভালনির সাজা মওকুফ করে দেওয়া হয়। কিন্তু শর্ত মোতাবেক তাকে থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সময়ে সময়ে হাজির দিতে হয়।
এদিকে গত ১৭ জানুয়ারি নাভালনির গ্রেফতারের পর পরই রাশিয়ার পরিস্থিতি উত্তাল হয়ে আছে। নাভালনির সমর্থনে রাশিয়ার রাজধানী মস্কোসহ অন্যান্য নগরীতে সড়কে বিক্ষোভ হতে দেখা গেছে।
ক্রেমলিনের এই সমালোচকের মুক্তি দাবিতে তীব্র ঠান্ডা আর ভারী তুষারপাত উপেক্ষা করে গত দুই সপ্তাহ ধরে রাস্তায় হাজার হাজার জনতা নামছেন।
এদিকে বিক্ষোভ দমনে উঠেপড়ে লেগেছে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত ধড়পাকড়ে রাশিয়ার বিভিন্ন শহরের কারাগার উপচে পড়ছে।
রয়টার্স জানিয়েছে, নাভালনির সমর্থনে বিক্ষোভ সবরকমভাবে দমনের চেষ্টা করছে রাশিয়ার পুলিশ। গত এক সপ্তাহের মধ্যে বিক্ষোভের সময় নাভালনির চার হাজারের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। শুধু গত ৩১ জানুয়ারি মস্কোয় জিএমটি ০৯:০০ তে জড়ো হওয়া বিক্ষোভকারীদের থেকে অন্তত ৬৮১ জনকে আটক করে পুলিশ।
বিবিসি জানিয়েছে, নাভালনির সমর্থকদের ভিড়ে মস্কোর জেলখানা উপচে পড়ায় পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
নাভালনির সমর্থকরা দাবি করছেন, পুলিশ এ পুতিন সমালোচকের ঘনিষ্ঠ সহযোগীদের ধরে নিয়ে যাচ্ছে। তাদের গৃহবন্দি করছে। নাভালনির ভাই ওলেগকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানান তারা।