বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় যুদ্ধে গিয়ে পিটিএসডি রোগে ভুগছে দেড় হাজারেরও বেশি ইসরাইলি সৈনিক

গত ২৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। সেই সঙ্গে অবরুদ্ধ ছিটমহলে প্রবেশ করে হাজার হাজার ইসরাইলি সেনা। এরপর সেখানে রীতিমতো গণহত্যা, ধ্বংসযজ্ঞ, লুটতরাজ ও নির্যাতন শুরু করে এসব দখলদার সৈন্যরা। ফলাফলস্বরুপ, যুদ্ধের এমন বীভৎসতা থেকে আগত ‘শেল শকে’ আক্রান্ত হয়েছে অন্তত ১ হাজার ৬০০ ইসরাইলি সেনা।

প্রসঙ্গত, শেল শক থেকে মূলত পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসডি রোগের উদ্ভব হয়ে থাকে যা একটি মানসিক রোগ।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম ‘ওয়াল্লা’ এক প্রতিবেদনে সৈনিকদের এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আক্রান্ত এসব সৈনিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রেই। তবে এর ৭০ শতাংশ সৈনিক গাজ্জা থেকে ইসরাইলে ফিরে এসেছে।

পরিসংখ্যান আরো দেখাচ্ছে, প্রায় এক হাজার সৈনিক এই অবস্থা থেকে উন্নতি করতে পারেনি। যার ফলে সামরিক পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে হয়েছে এদের।

পরিসংখ্যানে আরো জানা যায়, যুদ্ধের শেল শক এখনো কাটিয়ে উঠতে পারেনি ২৫০ জন ইসরাইলি সৈনিক। যার ফলে এদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শেল শক তথা পিটিএসডি লক্ষণগুলোর মধ্যে রয়েছে দুঃস্বপ্ন, ফ্ল্যাশব্যাক, অতি-সতর্ক মনোভাব, মনোযোগ দেওয়ায় সমস্যা, স্মৃতিভ্রংশ, অন্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলা, নিজে বা অন্যকে নিয়ে নেতিবাচক ধারণা, দোষী মনোভাব ইত্যাদি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img