শুক্রবার, জুন ১৩, ২০২৫

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭

spot_imgspot_img

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার দুপুরে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী রয়েছে বলে জানা গেছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ সব যাত্রী নিহত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিস এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধারের কাজ চালাচ্ছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি জানান ওসি। নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে আনা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img