বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত

রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় ফের দুর্ঘটনা ঘটেছে। এবারের দুর্ঘটনার শিকার হয়েছেন আরজু বেগম (৬৫) নামের এক নারী। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ময়লার গাড়ির চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান।

তিনি বলেন, আজ সকালে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি একটি বাসকে ধাক্কা দেয়। তখন বাস থেকে এক বৃদ্ধা নামছিলেন। নামার সময় তিনি কোমরে ব্যথা পেয়েছেন। ময়লার গাড়িটি খালি ছিল। গাড়ির চালক রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই বৃদ্ধাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img