বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি : নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজ্জায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। এছাড়া ইসরাইলী বাহিনীর সদস্যরা গাজ্জার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজ্জা সিটির ভেতর প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) টুইটারে এক পোস্টে নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।

এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, আমি বেসামরিকদের বলছি। সরে যান। সরে যান, দক্ষিণ দিকে চলে যান। কারণ হামাসকে দমনের অভিযানে আমরা থামব না। আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাব এবং জিতব। আমরা সৃষ্টিকর্তা ও সাহসী সেনাদের সহায়তায় হামাসকে নির্মূল করব।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তাদের প্রতিনিধিরা গাজ্জা থেকে জানিয়েছেন, দখলদার ইসরাইলী সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের পাঁচ দিক দিয়ে লড়াই হচ্ছে।

এমন বিবৃতি প্রকাশের পর একটি সংবাদ সম্মেলনে কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, গাজ্জায় এ মুহূর্তে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দিচ্ছেন তারা। তবে এখন কোনো জ্বালানি ঢুকতে দেওয়া হচ্ছে না।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img